আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি
জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবে গণ হত্যার বিচার ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচারক ও আইনজীবীদের অপসারণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় জর্জকোট ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভোলা জেলা শাখা।
অদ্য রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার সময় জেলার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শহরে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও আদালত ভবন ঘেরাও করছে। জেলার কোর্ট ভবন অভ্যন্তরে বৈষম্যবিরোধী ছাত্ররা প্রতিবাদ সভা করেন। এসময় বক্তব্য রাখেন- ছাত্র নেতা মো: রাহিম, মো: মাসুম মিয়াজি, মো: নাঈম, মো: মেহদী সহ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দ্বীপ জেলা ভোলার আইন ও বিচার বিভাগে এখনো সংস্কার হয়নি। তারই প্রতিবাদে আজ আমরা এখানে অবস্থান নিয়েছি। অতিবিলম্বে ভোলার কোর্ট ও আদালতে এখনো বহাল রয়েছে গতিতে থাকা স্বৈরাচার আমলের বিচারক, আইনজীবী ও অসাধু কর্মকর্তা তাদের সকলকে অপসারণ করতে হবে।
আদালত ঘেরাও শেষে ছাত্র জনতা শহরে বিক্ষোভ করে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়ে বিষয়টির তরিৎ সুরাহা করতে ডিসিকে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক মো: নাঈম জানান, ভোলার আদালতের পরিবেশ পরিবর্তন করা না হলে, ছাত্র জনতা দুর্ণীতিবাজদের হটাতে বাধ্য হব। ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র জনতা কঠিন থেকে আরও কঠিন কর্মসূচি পালন করবে বলে হুশিয়ারি দেন।