নিজস্ব প্রতিনিধি, খুলনা
গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলা কমিটি গঠন উপলক্ষে আজ ১লা নভেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় অভয়নগর উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়কের বাসভবনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা সংগঠক রাফেজা বেগম এবং সঞ্চালনা করেন উপজেলা সংগঠক সামস সারফিন সামন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও ফুলতলা উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান শেখ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ। কর্মীসভায় প্রধান অতিথি মুনীর চৌধুরী সোহেল বলেন, দীর্ঘ ৫১ মাস অতিবাহিত হলেও বন্ধকৃত ২৬টি রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু হয়নি।
বিগত ফ্যাসিবাদী সরকার প্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২ মাসের মধ্যে বেতন ও ৩ মাসের মধ্যে পাটকল চালু করবেন। ঘোষিত প্রতিশ্রুতি রক্ষা তো করেননি উপরন্তু কয়েকটি রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ দেয়া হয়েছে। লিজ মালিকানা প্রত্যাহার করে সকল পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। প্রধান অতিথি মুনীর চৌধুরী সোহেল আরো বলেন, বাংলাদেশে প্রায় ১৬ বছর ফ্যাসিবাদী ও একদলীয় শাসনের ফলে চরমভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটে নিমজ্জিত ছিলো। ফলে দেশ এক নৈরাজ্যিক অবস্থার কারণে দেশের রাজনীতি নেই হয়ে গিয়েছিলো। দেশের বিরাজমান রাজনৈতিক সঙ্কট দূরিভ‚ত করতে হলে নতুন গণতান্তিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা জরুরী। ছাত্র-শ্রমিক-কৃষক-জনতার এক নতুন বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালুর পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম জারি রাখার আহবান জানান।
কর্মীসভা শেষে রাফেজা বেগমকে আহবায়ক এবং সামস সারফিন সামনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট অভয়নগর উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল হক, নাহিদ হাসান শেখ, সদস্য আসাদুজ্জামান রনি, শামীমা আক্তার রিক্তা, তহমিনা বেগম, সানজিদা ইসলাম, উর্মি আক্তার, বেবি বেগম, মাহফুজা বেগম, রেক্সোনা বেগম। অবশিষ্ট ৩জন সদস্যকে পরবর্তীতে উপজেলা কমিটিতে যুক্ত করা হবে।