ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে বিপুল ভোটে বিজয়ী আলহাজ্ব জাফর উল্যাহ চৌধুরী

রিয়াজ ফরাজি, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব জাফর উল্যাহ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ১০টায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ২৯ হাজার ৭১৬ ভোট পেয়ে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব জাফর উল্যাহ চৌধুরী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১৭ ভোট।

এছাড়া এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে ২৭ হাজার ৭৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আলী হীরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিব চৌধুরী বাধন উড়োজাহাজ মার্কা নিয়ে পেয়েছেন ১৬ হাজার ২৩২ ভোট। ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৩৭ হাজার ৭২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আকতারুন নেছা রিনু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪১৬ ভোট ।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার মোট ৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহিন ফকির সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। যে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলার সাচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাহে আলম ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিগত উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ে এবছর নির্বাচন খুবই স্বচ্ছ হয়েছে আমি আমার ইচ্ছা মত আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি কেউ কোনো বাধাঁ দেয়নি। উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নড়াইলে গভীর রাতে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা !

বোরহানউদ্দিনে বিপুল ভোটে বিজয়ী আলহাজ্ব জাফর উল্যাহ চৌধুরী

Update Time : ০২:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

রিয়াজ ফরাজি, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব জাফর উল্যাহ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ১০টায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ২৯ হাজার ৭১৬ ভোট পেয়ে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব জাফর উল্যাহ চৌধুরী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১৭ ভোট।

এছাড়া এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে ২৭ হাজার ৭৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আলী হীরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিব চৌধুরী বাধন উড়োজাহাজ মার্কা নিয়ে পেয়েছেন ১৬ হাজার ২৩২ ভোট। ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৩৭ হাজার ৭২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আকতারুন নেছা রিনু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪১৬ ভোট ।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার মোট ৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহিন ফকির সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। যে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলার সাচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাহে আলম ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিগত উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ে এবছর নির্বাচন খুবই স্বচ্ছ হয়েছে আমি আমার ইচ্ছা মত আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি কেউ কোনো বাধাঁ দেয়নি। উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।