ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিন মির্জাকালু নৌ পুলিশের অভিযানে ১ লক্ষ গলদা চিংড়ির রেণু উদ্ধার” মেঘনায় অবমুক্ত

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু নৌ পুলিশের অভিযানে ১ লক্ষ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন বাকের খাল নামক মাছঘাট এলাকার শাহাবুদ্দিন মেম্বারের মাছের গদিঘর থেকে এসব রেণু পোনা উদ্ধার করা হয়। একই সাথে ওই গদিঘর থেকে ২০ হাজার বর্গফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করেন নৌ পুলিশ। (৩০ জুন)রবিবার রাত ১১ টায় মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ মোশারফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রেণু পোনা উদ্ধার ও কারেন্ট জাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত গলদা চিংড়ির রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে ওসি সৈয়দ মোশারফ হোসেনের যোগদানের পর থেকে মেঘনা নদীতে কোন ডাকাতির খবর পাওয়া যায়নি। ফলে নির্বিঘ্নে মাছ শিকার করছেন জেলেরা। নৌ পুলিশ ফাঁড়িতে পুলিশের নিজস্ব দ্রুতগতির জলযান (স্পিডবোট) থাকায় ওসির ভয়ে আতঙ্কে রয়েছেন জলদস্য বাহিনী। নৌ পুলিশের প্রশংসায় জেলে পল্লিগুলো।
মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ মোশারফ হোসেন জানান, মেঘনা নদীতে জলদস্যুসহ সকল অপরাধী ও অবৈধ কারেন্ট জাল, বিহুন্দি জাল, পাই জাল, খুটি জাল, মশারী জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। একই সাথে জেলেদের নিরাপত্তায় আমাদের টহল অভিযান চলমান রয়েছে। তবে জলদস্যুদের সাথে কোন আপোষ নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নড়াইলে গভীর রাতে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা !

বোরহানউদ্দিন মির্জাকালু নৌ পুলিশের অভিযানে ১ লক্ষ গলদা চিংড়ির রেণু উদ্ধার” মেঘনায় অবমুক্ত

Update Time : ০৬:০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু নৌ পুলিশের অভিযানে ১ লক্ষ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন বাকের খাল নামক মাছঘাট এলাকার শাহাবুদ্দিন মেম্বারের মাছের গদিঘর থেকে এসব রেণু পোনা উদ্ধার করা হয়। একই সাথে ওই গদিঘর থেকে ২০ হাজার বর্গফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করেন নৌ পুলিশ। (৩০ জুন)রবিবার রাত ১১ টায় মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ মোশারফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রেণু পোনা উদ্ধার ও কারেন্ট জাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত গলদা চিংড়ির রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে ওসি সৈয়দ মোশারফ হোসেনের যোগদানের পর থেকে মেঘনা নদীতে কোন ডাকাতির খবর পাওয়া যায়নি। ফলে নির্বিঘ্নে মাছ শিকার করছেন জেলেরা। নৌ পুলিশ ফাঁড়িতে পুলিশের নিজস্ব দ্রুতগতির জলযান (স্পিডবোট) থাকায় ওসির ভয়ে আতঙ্কে রয়েছেন জলদস্য বাহিনী। নৌ পুলিশের প্রশংসায় জেলে পল্লিগুলো।
মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ মোশারফ হোসেন জানান, মেঘনা নদীতে জলদস্যুসহ সকল অপরাধী ও অবৈধ কারেন্ট জাল, বিহুন্দি জাল, পাই জাল, খুটি জাল, মশারী জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। একই সাথে জেলেদের নিরাপত্তায় আমাদের টহল অভিযান চলমান রয়েছে। তবে জলদস্যুদের সাথে কোন আপোষ নয়।