ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে বিদ্যুৎ এর চাহিদা পূরন হবে ভোলাবাসীর

বাংলাদেশ জনপদ ডেস্ক ।। অবশেষে দীর্ঘদিনএর বিদ্যুৎ এর চাহিদা পুরন হবার দ্বার প্রান্তে ভোলা জেলার প্রায় ২০ লাখ মানুষের। গত ২৪ জানুয়ারী টারবাইন সমস্যার কারনে বিকল হয় ভোলা ৩৪ দশমিক ৫ মেঃওঃউৎপাদন ক্ষম রেন্টাল পাওয়ার প্লান্ট, এ কারনে গ্রীড বিপর্যয় হলে বিদ্যুৎএর বিকল্প কোনো ব্যবস্থা থাকতো না ফলে যাহার ফল ভোগ করতো ভোলার প্রায় ২০ লাখ মানুষ।

জেলার চাহিদা পুরন করতে ২২৫ মেঃওঃবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত বিদ্যুৎ, তাহাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে দুটি ট্রান্সফরমার দ্বারা এ বিদ্যুৎ আসতো। গত দের বছর যাবৎ তাহাদের একটি ট্রান্সফারমার বিকল হলে শুধু মাএ একটি ট্রান্সফরমার দ্বারা বিদ্যুৎ সাপ্লাই হতো, এতে জেলা সদরে বিদ্যুৎআসতো তিনটি সাবস্টেশন হয়ে, এতে কোথাও সমস্যা দেখা দিলে ভোলা সদর বিদ্যুৎ বিহীন হয়ে পড়তো।

বিকল হওয়া ট্রান্সফরমাটি ২০২২ সালে পিডিবি মেরামতের দ্বায়ীত্বদেয় এনার্জি প্যাক বাংলাদেশ লিঃ নামক কম্পানিকে আজকে অদ্য ২৫ সেপ্টেম্বর বুধবার ২২৫ মেঃওঃএর নষ্ট হওয়া ২৩০/৩৩কেভি ট্রান্সফরমারটি মেরামত হয়ে ২২৫ মেঃওঃএর জেটি ঘাটে এসে পৌঁছেছে।

আশা করা যায় আগামী কয়েক দিনের ভিতর ট্রান্সফরমারটি পূর্নস্হাপন হলে ভোলাবাসীর দীর্ঘদিনের বিদ্যুৎ এর সমস্যার সমাধান হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

নড়াইলে গভীর রাতে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা !

অবশেষে বিদ্যুৎ এর চাহিদা পূরন হবে ভোলাবাসীর

Update Time : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ জনপদ ডেস্ক ।। অবশেষে দীর্ঘদিনএর বিদ্যুৎ এর চাহিদা পুরন হবার দ্বার প্রান্তে ভোলা জেলার প্রায় ২০ লাখ মানুষের। গত ২৪ জানুয়ারী টারবাইন সমস্যার কারনে বিকল হয় ভোলা ৩৪ দশমিক ৫ মেঃওঃউৎপাদন ক্ষম রেন্টাল পাওয়ার প্লান্ট, এ কারনে গ্রীড বিপর্যয় হলে বিদ্যুৎএর বিকল্প কোনো ব্যবস্থা থাকতো না ফলে যাহার ফল ভোগ করতো ভোলার প্রায় ২০ লাখ মানুষ।

জেলার চাহিদা পুরন করতে ২২৫ মেঃওঃবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত বিদ্যুৎ, তাহাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে দুটি ট্রান্সফরমার দ্বারা এ বিদ্যুৎ আসতো। গত দের বছর যাবৎ তাহাদের একটি ট্রান্সফারমার বিকল হলে শুধু মাএ একটি ট্রান্সফরমার দ্বারা বিদ্যুৎ সাপ্লাই হতো, এতে জেলা সদরে বিদ্যুৎআসতো তিনটি সাবস্টেশন হয়ে, এতে কোথাও সমস্যা দেখা দিলে ভোলা সদর বিদ্যুৎ বিহীন হয়ে পড়তো।

বিকল হওয়া ট্রান্সফরমাটি ২০২২ সালে পিডিবি মেরামতের দ্বায়ীত্বদেয় এনার্জি প্যাক বাংলাদেশ লিঃ নামক কম্পানিকে আজকে অদ্য ২৫ সেপ্টেম্বর বুধবার ২২৫ মেঃওঃএর নষ্ট হওয়া ২৩০/৩৩কেভি ট্রান্সফরমারটি মেরামত হয়ে ২২৫ মেঃওঃএর জেটি ঘাটে এসে পৌঁছেছে।

আশা করা যায় আগামী কয়েক দিনের ভিতর ট্রান্সফরমারটি পূর্নস্হাপন হলে ভোলাবাসীর দীর্ঘদিনের বিদ্যুৎ এর সমস্যার সমাধান হবে।