মাহাবুবুর রহমান রনি, নারায়ণগঞ্জ
শত ব্যস্ততার মাঝেও অন্য রকম একদিন কাটাতে “চলো না ঘুরে আসি অজানাতে” শ্লোগান সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহার, ইকোপার্ক, পতেঙ্গা সি বিচে ঘুরে আনন্দ ভ্রমণ করেন রূপগঞ্জের ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের সদস্যরা। আনন্দ ভ্রমণ-২০২৪ এর আয়োজনে কেন্দ্রীয় ভূমিকা রাখেন মো:বিল্লাল হোসেন ও কালি ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব সহযোগিতা ছিলেন ওসমান গনি, পারভেজ।
তদুপলক্ষে অদ্য ৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১ টায় ভূলতার কালি এলাকা থেকে যাত্রা শুরু।
অতপর কুমিল্লা ২:১০ মিনিট থেকে ২:৫০মিনিট পর্যন্ত যাত্রা বিরতি শেষে সীতাকুণ্ডে পৌছায় সকাল ৬ টায়। সকালের নাস্তা খাসির-খিচুরী দিয়ে ৬:২০মিনিটে। এরপর সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহারে ট্র্যাকিং শুরু হয় ৭:৫০ মিনিটে, ইকোপার্কে পৌঁছে পার্ক পরিদর্শন ও ঝর্না স্পট দর্শন শেষে দুপুরে খাবার বিতরণ (পোলাও, মুরগী, গরুর মাংস)। এরপর পতেঙ্গা সী-বিচ পরিদর্শন ও সূর্যাস্ত দেখে নারায়ণগঞ্জ রূপগঞ্জের উদ্দেশে যাত্রা,যাত্রাকালীন সময় রেফেল ড্র করা হয় এবং গাড়ীতে ড্রাই কেক ও ডিম বিতরণ শেষে পুনরায় (কালি) ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবে আসবে।
জানা যায়- প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম সীতাকুণ্ড ইকো পার্ক (Sitakunda Eco Park) চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। যা বর্তমানে অসাধারণ এক পর্যটন স্থান হিসাবে বেবেচিত হচ্ছে। এখানে সহস্র ধারা এবং সুপ্তধারা নামে দুইটি অনিন্দ্য সুন্দর ঝর্ণা রয়েছে। এ ছাড়া সীতাকুণ্ড ইকো পার্কে রয়েছে অসংখ্য দুর্লভ প্রজাতির গাছ যা বৃক্ষ বিষয়ক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক। বোটানিক্যাল গার্ডেনে রয়েছে অর্কিড হাউস, যেখানে প্রায় ৫০ ধরনের দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। পাহাড়, বৃক্ষরাজি, বন্যপ্রাণী, ঝর্ণা, পাখির কলরব ইকো পার্কটিকে আরো সমৃদ্ধ করেছে।
উঁচুনিচু পাহাড়, বানর, খরগোশ এবং হনুমানসহ বিভিন্ন বন্যপ্রাণীর সমাহার, আছে অর্জুন, চাপালিশ, জারুল, তুন, তেলসুর, চুন্দুলসহ আরও অনেক ফুল, ফল ও ওষধি গাছ। সূর্য ডোবার সময় গোধূলীর রক্তিম আভায় ইকোপার্কটিকে অপার্থিব মনে হয়। ভ্রমন শেষে ৮ নভেম্বর (শুক্রবার) ৭টায় বাড়ির উদ্দেশ্য যাত্রা শুরু করে রাত ২ টায় রূপগঞ্জে পৌঁছে।