ট্রাফিক আইন মেনে চলুন যানজট মুক্ত দেশ গড়ুন। এই স্লোগানকে সামনে রেখে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
আজ :৮ই আগস্ট বৃহস্পতিবার
ভোলা টু চরফ্যশন মহাসড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের ।
সকাল থেকে শিক্ষার্থীরা ভোলা সদর, কুঞ্জেরহাট বাজার, লালমোহন উপজেলা সহ ভোলা সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
কুঞ্জেরহাট বাজারে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের কুঞ্জেরহাট বাজারে অনেক যানজট লেগে থাকতো। তাই আজকে আমরা যানজট নিরসনে কাজ করতেছি।
শুধু তাই নয় আমাদের কুঞ্জেরহাট বাজারে দীর্ঘদিন যানজট থাকলেও কখনোই কোন ট্রাফিক পুলিশ কুঞ্জেরহাট বাজারে এসে যানজট নিরসনে কাজ করে নাই। কুঞ্জেরহাট বাজারে প্রায়ই সময় দেখা যেত ১৫থেকে ২০মিনিট যানজট ছিল।
তাই আজ ছাত্ররা নিজ উদ্যোগে
যানজট নিরসনে কাজ করতে এসেছে। এবং কুঞ্জেরহাট বাজার যানজট মুক্ত করতে পাড়ায় আমরা খুব আনন্দিত।
তারা আরো বলেন, ভোলায় যাতে কোনো রকম যানজট না হয় সেটাই আমাদের প্রথম লক্ষ্য। আমাদের এই কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
পথযাত্রীরা বলেন,আমরা আগে কুঞ্জেরহাট বাজারে উত্তর থেকে দক্ষিণ মাথায় যেতে যানজটের জন্য দীর্ঘ সময় লাগে যেত। আজ আমরা খুব সহজে এই মাথা থেকে অন্য মাথায় যেতে পারি।তাই শিক্ষার্থীদের এই ধরনের কর্মকাণ্ডে সাধুবাদ জানাই।